A blog of a girl.And, who is she?Hear, hear: A jaded jill; a wandering mermaid; a reluctant muse of Nosferatu; a beat off happy feet. What's next? Impending doom! Bottomless abyss! Dementor's kiss! Hamartia-Nemesis-Catharsis! Well, I've been there and I'm resurrected.Why'd she write?She is broke enough to not be able to afford a shrink, a shaman, and pretty much anything else. Enough sass!
Friday, June 10, 2011
প্রশ্ন / রবীন্দ্রনাথ ঠাকুর
মা গো, আমায় ছুটি দিতে বল্,
সকাল থেকে পড়েছি যে মেলা।
এখন আমি তোমার ঘরে ব'সে
করব শুধু পড়া-পড়া খেলা।
তুমি বলছ দুপুর এখন সবে,
নাহয় যেন সত্যি হল তাই,
একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হল মনে করতে নাই?
আমি তো বেশ ভাবতে পারি মনে
সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,
বাগ্দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুর-ধারে এসে।
আঁধার হল মাদার-গাছের তলা, কালি হয়ে এল দিঘির জল,
হাটের থেকে সবাই এল ফিরে, মাঠের থেকে এল চাষির দল।
মনে কর্-না উঠল সাঁঝের তারা, মনে কর্-না সন্ধে হল যেন।
রাতের বেলা দুপুর যদি হয়
দুপুর বেলা রাত হবে না কেন।
Subscribe to:
Post Comments (Atom)
Gosh!! chhuti..chhuti...chhuti...manusher rutir khonje dishehara hoOa ar tari majhe chhutir khonje pagolpara howa..ejeno sonar pathorbati! kothay chhuti?? ke debe??
ReplyDeleteKishaaaaaaaaaLoy text book class IV , let's go back , only way out possible, so.... far!!!
ReplyDeleteA deeeeeeeeeep sigh!!! :( :)
ReplyDelete